পাকিস্তানে করোনায় আক্রান্ত ২০০৭, মৃত ২৬

বিশেষ প্রতিনিধি

করোনাভাইরাস
ফাইল ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পাকিস্তানে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ হাজার ৭ জন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৮৯০ জনের উপর করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশটিতে পাঞ্জাবে সবচেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি। প্রদেশটিতে এখন পর্যন্ত ৭০৮ জন আক্রান্ত হয়েছে। এরপরে সিন্ধুতে করোনায় আক্রান্ত ৬৭৬ জন। বালুচিস্তানে ১৫৮ জন, ইসলামাবাদে ৫৮ জন, খাইবার পাখতুনে ২৫৩ জন, আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানে ১৫৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন ৫৮ জন।

এদিকে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে।মারা গেছে ৪২ হাজারের বেশিজন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে