প্রাণঘাতী করোনা : যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৮৬৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৯০০ জনে দাঁড়ালো।

এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৮ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৭ হাজার ৬৮ জন।

universel cardiac hospital

করোনায় আক্রান্তের দিক দিয়ে দেশটি প্রথমে। এবার মৃত্যুর দিক দিয়েও চীনকে টপকালো।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর এন্থনি ফাউসি জানান, দেশটিতে করোনা ভাইরাসে দুই লাখ মানুষ মারা যেতে পারেন।

এন্থনি ফাউসির এমন দাবির পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে রাখতে পারলে সেটি হবে সফলতা ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের প্রায় ১৯৯ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

সূত্র : ওয়ার্ল্ডমিটার, জন হপকিন্স বিশ্ব বিদ্যালয়, এনডিটিভি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে