করোনায় ইউএস ওপেনের কোর্ট এখন হাসপাতাল

ক্রীড়া প্রতিবেদক

ইউএস ওপেনের কোর্ট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনার কারণে রেকর্ড মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতালি, স্পেনের চেয়ে আমেরিকায় অনেক বেশি মানুষ আক্রান্ত এতে।

universel cardiac hospital

করোনা মোকাবেলায় বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এবার সেই পথেই হাঁটল ইউএস ওপেন কর্তৃপক্ষ।

ভেন্যু বিলি জিন কিং স্টেডিয়ামের এক অংশে ৩৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতিমধ্যে সেটি তৈরির কাজ শুরু হয়েছে। সহায়ক মেডিকেল ইউনিট কেয়ার হিসেবে ব্যবহার করা হবে এটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে