করোনা দুর্গতদের ১০ টন খাদ্য দিলেন কার্লোস দুঙ্গা

ক্রীড়া ডেস্ক

কার্লোস দুঙ্গা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের থাবা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ছাড়িয়ে পৌঁছে গেছে লাতিন আমেরিকায়ও। সেখানকার দেশগুলোতেও কাতারে কাতারে মানুষের মৃত্যু ঘটছে। লাতিনের সবচেয়ে বড় দেশ ব্রাজিলে করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজারের বেশি। মৃত্যু বরণ করেছেন ৩৫৯ মানুষ।

পুরো ব্রাজিলই বলতে গেলে অবরুদ্ধ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়ে গেছে দেশটির দরিদ্র জনগোষ্ঠি। তাদের খাবার নেই, মাথার ওপর ছাদ নেই। ঔষধ-পত্রের তো খোঁজই নেই।

universel cardiac hospital

এমন পরিস্থিতিতে ব্রাজিলের করোনা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং সাবেক কোচ কার্লোস দুঙ্গা। ১০ টন খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। লাতিন মিডিয়ায় বলছে, করোনার বিরুদ্ধে যুদ্ধে নামলেন দুঙ্গা।

ব্রাজিলিয়ান ফুটবল জয়ী অধিনায়ক শুধু ১০ টন খাদ্যদ্রব্যই নয়, ২ হাজার ডায়াপারও দিলেন করোনা দুর্গত মানুষদের জন্য।

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দুঙ্গা বলেন, ‘আমাদের অনেককেই এখন এভাবে বাধ্য হয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এমন অনেক কিছু এখন করতে হচ্ছে, যা কল্পনাতেও ছিল না।’

পরক্ষণে তিনি লেখেন, ‘মানুষের জীবনই এখন হুমকির মুখে। সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। এখন আমাদেরকে মানবিক হতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে।’

দুঙ্গা শুধু নিজেই এই সহযোগিতা করছেন না, তার মত মানুষদেরকে চ্যালেঞ্জও জানিয়েছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তিনি বলেন, ‘আমি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে