সিলেটে করোনায় চিকিৎসক আক্রান্ত

মত ও পথ প্রতিবেদক

করোনাভাইরাস
ফাইল ছবি

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। এর মাধ্যমে সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হলেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

universel cardiac hospital

তিনি বলেন, পরীক্ষার রিপোর্ট এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে ঢাকা থেকে আমাদের ফোনে জানানো হয়েছে সিলেটে এক চিকিৎসকের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, শনিবার (০৪ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ওই চিকিৎসকের নমুনা পাঠানো হয়। রোববার তারা আমাদের জানায় রিপোর্ট পজেটিভ। ওই চিকিৎসক বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি তার বাসা লকডাউনের। তবে আলোচনা চলছে।

এর আগে সিলেটে করোনা সন্দেহে সর্বশেষ ১৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়নি। তাদের নমুনা ঢাকায় পাঠানো হলেও কারও নমুনায় পজিটিভ বা কেউ করোনা আক্রান্ত না থাকায় রিপোর্ট সিলেটে পাঠানো হয়নি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও আরও ১০ জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে