করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড (২১৯ কোটি টাকা প্রায়) সহায়তা করবে যুক্তরাজ্য। তবে সহায়তার একটি বড় অংশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয় করা হবে।
সোমবার ঢাকাস্থ যুক্তরাজ্যর দূতাবাস এই তথ্য জানিয়েছে।
গতকাল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণার একদিনের মাথায় যুক্তরাজ্যের পক্ষ থেকে সাহায্যের এ ঘোষণা এলো।
দূতাবাস জানাচ্ছে, ২১ মিলিয়ন পাউন্ডের মধ্যে ৭৩ কোটি টাকা বিশ্ব ব্যাংক, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে।
জাতীয় স্বাস্থ্য নীতির বাস্তবায়নে পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট ও টেস্টিং কিট সংগ্রহ এবং অক্সিজেন সরবরাহসহ অন্যান্য স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
সারাদেশে ব্র্যাকের ৫০ হাজার স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা বাড়ানো হবে এবং এর জন্য ব্র্যাককে দেওয়া হবে প্রায় ১১ কোটি টাকা।
বাকি অংশগুলোর মধ্যে সিটি করপোরেশন এলাকাগুলোয় বসবাসরত প্রায় ২২ লাখ শহুরে দরিদ্রকে স্বাস্থ্যসেবা ও পরিষ্কার থাকার জন্য বিভিন্ন সামগ্রী দেওয়া হবে ইউএনডিপিকে এবং এর জন্য যুক্তরাজ্য দেবে ৩১ কোটি টাকা।
এছাড়া প্রায় ১০৫ কোটি টাকা দেওয়া হবে রোহিঙ্গাদের জন্য। এই অর্থ জাতিসংঘ ও এনজিওদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।