জুনে কোনো ম্যাচ নয় : ফিফা

ক্রীড়া প্রতিবেদক

ফিফা

করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে অলিম্পিকের মতো আসর। স্থগিত হয়ে গেছে সব দেশের সব প্রতিযোগিতামূলক খেলাধুলা। ফিফাও তাই সিদ্ধান্ত নিয়েছে আগামী জুন মাসে নির্ধারিত সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করার।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয় ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের পর।

universel cardiac hospital

সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিফা-কনফেডারেশনসের কার্যনির্বাহী দল, তাদের প্রথম বৈঠক শেষে সর্বসম্মতভাবে বেশ কয়েকটি প্রস্তাবনা অনুমোদন করেছে।

এছাড়া ফিফা-কনফেডারেশনসের ওয়ার্কিং গ্রুপ পরিস্থিতি পর্যবেক্ষণ করার সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

জুনে শুধু ছেলেদের ম্যাচই নয়, নারীদেরও সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া করোনা ভাইরাসের কারণে অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় ফিফা প্রস্তাব করেছে গ্রুপ- ১৯৯৭ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়দের বয়স যোগ্যতার নিয়মে এবং অতিরিক্ত বয়সের তিনজন খেলোয়াড় রাখার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে