রোহিঙ্গা ক্যাম্পসহ লকডাউন হলো পুরো কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রোহিঙ্গা ক্যাম্পগুলোসহ পুরো কক্সবাজার লকডাউন করা হয়েছে। তবে ক্যাম্পগুলোর সব জরুরি কার্যক্রম চালু থাকবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মাহাবুবুল আলম তালুকদার বলেন, বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় পড়েছে। ক্যাম্পে যেন বাইরের কোনো মানুষ ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ক্যাম্পে শুধু এমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।

২০১৭ সালের আগস্ট থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে। আগেও বিভিন্ন সময় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে। তাদেরকে ফেরাতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দেয়া হলেও এখন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলো চরম ঝুঁকিতে রয়েছে। এখানে ঘনবসতি হওয়ায় কেউ আক্রান্ত হলে দ্রুত সময়ে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে