তবে সুদূর যুক্তরাষ্ট্র থেকেও করোনাভাইরাসের কারণে সংকটে পড়া দেশের অসহায়দের কথা ভাবছেন সাকিব।
অসহায়দের সহায়তায় ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তহবিল সংগ্রহ শুরু করেছেন।
এরইমধ্যে সেই তহবিলে ২০ লাখ টাকা জমা পড়েছে। সেই টাকা বাংলাদেশের খেটে খাওয়া পরিবারে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য খরচ করা হবে।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব আল হাসান বলেন, মিশন সেভ বাংলাদেশের সহযোগিতায় সাকিব আল হাসান ফাউন্ডেশন ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে। এই অর্থ দিয়ে গরিব, দুঃখী ও অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আশা করি, আপনারাও ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশের এসে দাঁড়াবেন।
উল্লেখ্য, এর আগে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ লাখ টাকার করোনা পরীক্ষা কিট সরবরাহ করা হবে বলে জানিয়েছিলেন সাকিব।