করোনা : ফের ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার প্রাণ ঝরলো যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতা সব দেশকে ছাড়িয়ে যাচ্ছে। মঙ্গলবার একদিনে ১৯৭০ জনের মৃত্যুর পর বুধবার আবার একদিনে ১৯৭৩ জনের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ।

এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৫ হাজার ১৬০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৭ জনের। এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে করোনার মূলকেন্দ্রে পরিণত হয়েছে নিউইয়র্ক। এ রাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬ হাজারেরও বেশি, আক্রান্ত প্রায় ১ লক্ষ ৩৮ হাজার। নিউজার্সিতে অবস্থা তুলনামূলক ভালো। সেখানে এখন পর্যন্ত ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার।

আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি হতে পারে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৯৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ৫১৮ জন। অপরদিকে ৩ লাখ ৩০ হাজার ৫৮৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে