২৫ এ‌প্রিল পর্যন্ত বন্ধ থাকবে পোশাক কারখানা

মত ও পথ প্রতিবেদক

বাংলাদেশের পোশাক খাত
ফাইল ছবি

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দে‌শের সব পোশাক কারখানাও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাক‌বে।

পোশাক মালিকদের বড় দু‌’টি সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।

universel cardiac hospital

আজ শুক্রবার সংগঠন দু’টির পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিকেএমইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান এবং বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক এর যৌথ ঘোষণায় বলা হ‌য়ে‌ছে, মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান সমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে জানাতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে