সৌদিতে মসজিদে তারাবির নামাজও স্থগিত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদির মসজিদে নামাজ
সৌদির মসজিদে নামাজ। ফাইল ছবি

আসন্ন রমজান মাসে করোনা পরিস্থিতির উন্নতি না হলে সৌদির মসজিদে তারাবির নামাজ স্থগিত করা হতে পারে। এমনকি সংক্রমণ শূন্যের কোঠায় না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহালও থাকতে পারে। রবিবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এ তথ্য জানায়। খবর গালফ নিউজের।

সৌদির আল রিয়াদ পত্রিকার একটি প্রতিবেদনে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখের একটি বক্তব্য তুলে ধরা হয়।

universel cardiac hospital

সেখানে তিনি বলেন, মসজিদে তারাবির নামাজ স্থগিতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল দিনের পাঁচ ওয়াক্তের নামাজ স্থগিত করা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সবার সুরক্ষার জন্য তিনি যেন বাড়ি কিংবা মসজিদ থেকে আমাদের ইবাদত কবুল করে নেন। আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের বিশ্বজুড়ে চলতে থাকা এই মহামারি থেকে রক্ষা করেন।

এছাড়া কারো জানাযার নামাজের ক্ষেত্রেও পরিবারের পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণ জমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

করোনা ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন এবং ৫৯ জন মারা গেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে