আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপির শোক

জাহানারা হক-মোকতাদির চৌধুরী

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণেতাদের অন্যতম প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর স্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র মা মুক্তিযোদ্ধা জাহানারা হক শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধা জাহানারা হক ছিলেন একজন সৎ ও সাহসী রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে দেশ হারিয়েছে একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী হারিয়েছে তাদের একজন আপন মানুষকে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন >> আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক আর নেই

উল্লেখ্য, জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে