ভারতে একই পরিবারের ২৬ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা শনাক্ত
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে একই পরিবারের ২৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। এই সংক্রমণ ধরা পড়ার পর গোটা এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। লোকজনের ঢোকা-বেরোনো বন্ধ করে দেয়া হয়েছে। দিল্লিতে এ নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬।

universel cardiac hospital

এক পরিবারের এই ২৬ সদস্যসহ শনিবার বিকেল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১,৭০৭ এবং মৃত্যু হয়েছে ৪২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার প্রেস বিবৃতিতে জানানো হয়, রাজাধানীতে করোনা আক্রান্ত ৬২%-র সঙ্গে দিল্লির নিজামউদ্দিন মার্কাজের যোগ রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ৫৫৯ জন। আর আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,৮৫৪ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে