করোনা : একদিনে সুস্থ ৪৩ হাজার, মোট ৭ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

করোনা থেকে সুস্থ হয়েছেন
ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়ছে বিশ্ব। তবে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই একদিনে সুস্থ্য হয়েছেন সাড়ে দশ হাজার করোনা রোগী।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন। বিভিন্ন দেশে সুস্থ হওয়ার সংখ্যা দ্রুত বাড়ছে। যা এতদিন অনেক কম গতিতে বাড়ছিল। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৭৩ জন, স্পেনে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৫১৪ জন, ইতালিতে ৫১ হাজার ৬০০ জন, ফ্রান্সে ৩৯ হাজার ১৮১ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি জার্মানিতে। দেশটিতে এখন পর্যন্ত ৯৫ হাজার ২০০ জন করোনা থেকে সেরে উঠেছেন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৬১ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে