শিশুদের অ্যাপ ডাউনলোডে শিক্ষকের অনুমতি লাগবে

ডেস্ক রিপোর্ট

অ্যাপ ডাউনলোড

শিশুদের জন্য প্লে স্টোরে অ্যাপ সার্চ করা আগের থেকে অনেক সহজ হয়েছে। সম্প্রতি প্লে স্টোরে শিশুদের অ্যাপের জন্য পৃথক ট্যাব নিয়ে এসেছে গুগল। শিক্ষকের অনুমোদন মিললেই এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে।

যে সব অ্যাপ ব্যবহারে শিক্ষকের অনুমতি লাগবে সেই সব অ্যাপের উপরে পৃথক ব্যাজের প্রয়োজন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে এই বিভাগে তৈরি করেছে গুগল।

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার শুরু হলেও ধীরে ধীরে অন্য দেশের গ্রাহকদের জন্যেও এই ফিচার পৌঁছে যাবে।

গুগল বলছে, ‘এই ফিচার ব্যবহার করে মা-বাবারা জানিয়েছেন, নতুন ফিচারে সাহায্য হচ্ছে। তাই নির্দিষ্ট সময়ের আগেই এই ফিচার লঞ্চ করেছি আমরা। স্কুল ছুটি থাকার জন্য মার্কিন মুলুক সব গোটা বিশ্বের বিভিন্ন দেশের শিশুরা বাড়িতে রয়েছে। এই কারণে শিশুদের দিনের অনেকটা সময় স্মার্টফোন ব্যবহার করে কাটছে। প্রথম দিকে নিজের পছন্দের অ্যাপে এই ফিচার নাও থাকছে পারে। ধীরে ধীরে আরও বেশি অ্যাপে এই ফিচার পৌঁছে দেওয়া হবে।’

সম্প্রতি গুগল হ্যাংআউটের নাম বললে গুগল মিট করেছে মার্কিন কোম্পানিটি। গুগল জানিয়েছে এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা সুরক্ষিত ভাবে ভিডিও কল করতে পারবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে