২৭৬৯৬৬৫৪ জন ত্রাণ পেয়েছে : মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

করোনা ভাইরাসের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে সহায়তায় ত্রাণ দিচ্ছে সরকার। ৬০ লাখ ৯০ হাজার ৯০টি পরিবার এ পর্যন্ত ত্রাণ পেয়েছে। আর ত্রাণসামগ্রীতে উপকারভোগী লোক ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য দেয়া হয়েছে।

universel cardiac hospital

বলা হয়েছে, করোনা ভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ততথ্য অনুযায়ী, জিআর চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৪৮০ টন। বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ টন।

এ ছাড়া শিশু খাদ্যসহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে পাঁচ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩টি এবং লোক সংখ্যা দুই কোটি ৫৬ লাখ ১১৯ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে