করোনা : ৮৫ শতাংশই ঢাকা বিভাগের

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশে এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১৬ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৪৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই ঢাকা বিভাগের। রাজধানী ঢাকায় সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ৪৮৫ জন অর্থাৎ ৫২.০১ শতাংশ ঢাকার বাসিন্দা। রাজধানী ছাড়া ঢাকা বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৬৮ জন অর্থাৎ ৩২.৮২ শতাংশ।

universel cardiac hospital

ঢাকায় আক্রান্ত বিভিন্ন এলাকার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছে রাজারবাগে ৯৯ জন। এছাড়া যাত্রাবাড়ীতে ৬৭ জন, লালবাগে ৫৯, মোহাম্মদপুরে ৫৪, মুগদায় ৪১, মহাখালীতে ৩৮, মিটফোর্ডে ৩৮, মিরপুর-১৪-এ ৩৬, শাহবাগে ৩৪ ও কাকরাইলে ৩৩ জন রোগী পাওয়া গেছে।

ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছে নারায়ণগঞ্জে ৬২৫ জন, গাজীপুরে ৩০৮, নরসিংদীতে ১৪২ ও কিশোরগঞ্জে ১৮৩ জন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৮৫ জন, সিলেট বিভাগে ৭৯, রংপুর বিভাগে ৭৬, খুলনা বিভাগে ৬৫, ময়মনসিংহ বিভাগে ১৮১, বরিশাল বিভাগে ১০২ ও রাজশাহী বিভাগে ৩৭ জন করোনা রোগী পাওয়া গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে