করোনায় বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)

করোনা ভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে স্থগিত হয়ে যাওয়া ২০১৯-২০ সালের ফুটবল মৌসুম বাতিল করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া ঘোষণা দেন।

universel cardiac hospital

স্থানীয় গনমাধ্যমকে তাপিয়া বলেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি যাতে আমরা আগামী বছর মহাদেশীয় প্রতিযোগিতার জন্য সেরা দল বাছাই করতে পারি।’

আর্জেন্টিনা এফএ আরও জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এমন বিঘ্নের কারণে এই মৌসুম ও আগামী মৌসুমে কোনো রেলিগেশন হবে না। এই লিগে রেলিগেশন নির্ধারণ করা হয়, যা তিন বছরের মেয়াদে নেয়া প্রতি খেলায় পয়েন্ট দ্বারা সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু এই মৌসুম ও পরবর্তী মৌসুম তা স্থগিত থাকবে। দিয়াগো ম্যারাডোনার ক্লাব গিমনাসিয়া, শীর্ষ বিভাগেই থাকবে।

মার্চের শুরুতে শেষদিনে, গিমনাসিয়াকে ১-০ গোলে হারানোয় লিগ চ্যাম্পিয়নশীপ জিতল বোকা জুনিয়র্স। মে’তে ২৪ দলের খেলা কোপা সুপার লিগার প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। লকডাউনের আগে শুধুমাত্র এই আসরটির একটি রাউন্ডের খেলা হয়েছিল।

গত ২০ মার্চ থেকে আর্জেন্টিনায় লকডাউন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে