নবীনগরের কৃষ্ণনগরে শশার বাম্পার ফলন

সৈম আকবর, নবীনগর

কৃষ্ণনগরে শশার বাম্পার ফলন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে এবার শশার বাম্পার ফলন হয়েছে। এতে খুশি পার্টনার তিন বন্ধু। আর প্রতিদিন ভীড় বাড়ছে দর্শনার্থীদের। ফলে এলাকায় শশা চাষের আগ্রহ বাড়ছে অন্যান্য কৃষকদের মাঝে।

কথা হয় তিন অংশীদার বন্ধুর সঙ্গে। তাদের মধ্যে ওমর ফারুক ও জাকির হোসেন জানান, আমরা ১২০ শতক জমি ৩ বছরের জন্য ৬৫ হাজার টাকা দিয়ে আগরি (লিজ) নিয়েছি। প্রথমে ধন্যা চাষ করেছিলাম তেমন ভালো হয়নি।

universel cardiac hospital

জানতে চাইলাম, শশা এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন। জানালেন, লক্ষাধিক টাকা হবে।

শশা চাষী তিন বন্ধু

তারা বলেন, যেহেতু এখন রমজান মাস এবং চাহিদা ভালো আর আবহাওয়ার কারণে নষ্ট না হলে অনেক লাভবান হওয়া যাবে। প্রতিদিন তারা ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ১৩ কিলোমিটার দূর কৃষ্ণনগর এসে শশা ক্ষেতের পরিচর্যা করতে ছুটে আসেন। শশার পর বরবটি, মুলা, চিচিংগা সবজি চাষের কথা জানান।

এলাকার যুবক শাকিল এ প্রতিবেদককে জানান, তিন বন্ধুর সফলতা দেখে কৃষ্ণনগর ও আশপাশের গ্রামের অন্য কৃষকরাও নিত্য নতুন সবজি চাষে আগ্রহী হয়ে ওঠবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে