বিশ্বে একদিনে করোনা থেকে সুস্থ ৩৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনা থেকে সুস্থ হয়েছেন
ছবি : ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ৮১১ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৪২ হাজার ২৩৮ জন। স্পেনে এক লাখ ২৩ হাজার ৯০৩ জন। ইতালিতে ৬৮ হাজার ৯৪১ জন। ফ্রান্সে ৪৬ হাজার ৮৮৬ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৪৩৯ জন।

universel cardiac hospital

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ১৭ হাজার ৪০০ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৯৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার ১৫১ জন। অপরদিকে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে