সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো যাবে না : ফিফা

ক্রীড়া প্রতিবেদক

ফিফা

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। তবে মাঠে ফুটবল ফেরাতে পরিকল্পনা করছে ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু তাদের এই পরিকল্পনায় সায় দিচ্ছে না ফুটবলের প্রধান সংস্থা ফিফা।

সেপ্টেম্বরের আগে কোনোভাবেই মাঠে ফুটবল খেলা হোক তা চান না ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হজ। যদি সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো হয়, তবে তা ভুল হবে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করেন ডি’হজ।

ডি’হজ বলেছেন, ‘কঠিন এক সময় যাচ্ছে। এখনো কোনো দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্তু এর মধ্যে ফুটবল শুরুর পরিকল্পনা করছে ইউরোপের কয়কটি দেশ। কিন্তু তারা ভুল চিন্তা করছে। সেপ্টেম্বরের আগে কোনোভাবেই খেলা শুরু করা ঠিক হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে, পরবর্তী সময়ে তা আরও খারাপ আকার ধারণ করতে পারে।’

বিভিন্ন দেশের সকল ফুটবল ফেডারেশনকে ধৈর্য্য ধারণের পরামর্শ দিলেন ডি’হজ, ‘প্রতিযোগিতামূলক ফুটবল ফেরার মত পরিস্থিতি এখনো কোথাও তৈরি হয়নি। আরও সময় প্রয়োজন। সকলকে আরও ধৈর্য্য ধারণ করতে হবে। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। নয়তো খেলোয়াড় ও আয়োজকদের জন্য সমস্যা বাড়তে পারে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে