দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন ভবনে আগুন

দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে নির্মাণাধীন একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকে। গতকাল বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

universel cardiac hospital

রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে ওই ওয়ারহাউজে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালানোর পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নেভানো হয়।

ধারণা করা হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে