খুলে দেয়া হচ্ছে মসজিদুল হারাম ও নববী

আন্তর্জাতিক ডেস্ক

মসজিদে হারাম ও মসজিদে নববী
ছবি : সংগৃহিত

পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী খুব শিগগিরই সকল মুসলমানদের জন্য খুলে দিচ্ছে সৌদি সরকার। দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইসের বরাত দিয়ে বুধবার এ সংবাদ প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।

প্রতিবেদনে বলা হয়, মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে। যার মাধ্যমে এক সময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে।

শেখ আল-সুদাইস মসজিদে ক্যামেরা স্থাপনের স্থান পরিদর্শনের সময় দ্রুত মসজিদটি সকল মুসলিমের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে বলে জানান। এছাড়া মদিনার মসজিদে নববীও খুলে দেয়ার কথা জানান তিনি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টিতে গত ২০ মার্চ থেকে মুসল্লিদের প্রবেশ বন্ধ রয়েছে।

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০২ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে