বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের থাবায় স্থবির হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে বিশ্লেষকরা মন্দার পূর্বাভাস দিলেও উদীয়মান শক্তিশালী অর্থনীতিতে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।
করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির নিরাপত্তা নিয়ে একটি গবেষণা প্রতিবেদনে দ্যা ইকোনমিস্ট এই তথ্য তুলে ধরে বলছে, চীন কিংবা ভারত এমনকি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির চেয়েও তুলনামূলক নিরাপদ রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
ইকোনমিস্ট বলছে, করোনা ভাইরাসের ভয়াবহতা মুখোমুখি হতে হচ্ছে ভারত ও চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশকে। তুলনামূলকভাবে নিরাপদ রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
করোনা ভাইরাসের মহামারীতে ৬৬টি উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশকে তালিকায় নবম অবস্থানে রেখেছে ইকোনমিস্ট। তালিকায় বাংলাদেশের অনেক পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান।
ইকোনমিস্ট বলছে, চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির সবলতা-দুর্বলতা পরীক্ষা করে এই র্যাঙ্কিং করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনগণের ঋণ হিসেবে জিডিপির শতাংশ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ ও রিজার্ভ কভার।
ইকোনমিস্টের র্যাঙ্কিংয়ে এই চারটি সূচকের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে শক্তিশালী হিসাবে দেখানো হয়েছে। তালিকায় বাংলাদেশের পরে দেখানো হয়েছে চীনের অবস্থান (দশম) আর বাংলাদেশের আগে অর্থাৎ ৮ম অবস্থানে রয়েছে সৌদি আরব।
র্যাংকিংয়ে ভারতের অবস্থান ১৮তম আর পাকিস্তান রয়েছে ৪৩তম অবস্থানে। সংযুক্ত আরব আমিরাতের অবস্থান ১৭।
আফ্রিকার দেশ বতসোয়ানা রয়েছে তালিকার শীর্ষে রয়েছে। আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে লাতিন আমেরিকার তেলনির্ভর অর্থনীতির দেশ ভেনিজুয়েলা।