করোনার টিকা আবিষ্কারে আরও ৫ গুণ অর্থ প্রয়োজন : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।ফাইল ছবি

বিশ্বব্যাপী মহামারি আকার নেয়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করছে শতাধিক দেশ ও কোম্পানি। তবে কবে নাগাদ এটি হাতে আসবে তা জানে না কেউ। এমন অবস্থায় করোনার টিকা উদ্ভাবন ও বিতরণের জন্য আরও পাঁচগুণ অর্থের প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এজন্য তিনি আরও বেশি দেশকে আর্থিক সহযোগিতার দেয়ার আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় নেতাদের সম্মেলনে এক ভিডিও বার্তায় সোমবার গুতেরেস একথা জানান। করোনা মহামারি মোকাবিলায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন বিশ্বনেতারা। এ জন্য ওই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হয়।

গবেষণার সঙ্গে সঙ্গে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল দেশে টিকা ও চিকিৎসা সামগ্রী বণ্টনের জন্য প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার সংগ্রহ করবেন বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব বিশ্ব নেতাদের এই উদ্যোগ ও আর্থিক প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার টিকা, ওষুধ ও সরঞ্জাম সমানভাবে নিশ্চিত করতে হলে এর চেয়ে পাঁচগুণ বেশি অর্থ প্রয়োজন। আমি সব অংশীদারদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে বিশ্বের বিভিন্ন দেশে করোনা মোকাবেলায় দক্ষিণ কোরিয়াকে অনুসরণ করার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে