করোনায় বিমানের সব নিয়োগ প্রক্রিয়া স্থগিত

বিশেষ প্রতিনিধি

বিমান
ফাইল ছবি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাধারণ ছুটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি ঠিক হওয়ার পর নিয়োগ কার্যক্রম ফের চালু হলে তা জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ উপ-বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এতদ্বারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদে চাকরির জনা আবেদনকৃত প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত কর্তৃপক্ষের নির্দেশক্রমে সকল ধরনের নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিয়োগ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে গৃহীত হলে তা যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।’

বিমান সূত্রে জানা যায়, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও), ফ্লাইট স্টুয়ার্ড (কেবিন ক্রু) ও স্টুয়ার্ড পদের নিয়োগ প্রক্রিয়া চলছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে