দেশে ৫৪৭ চিকিৎসক করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি

করোনাভাইরাস
ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ চিকিৎসক করোনায় (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৭ জনে।

সারা দেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ৪১১ জন রাজধানীতে। তারা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

universel cardiac hospital

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার বাইরে আক্রান্তদের মধ্যে বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ৩০, রংপুরে ৯, ময়মনসিংহে ৬১ এবং রাজশাহী বিভাগে তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারী ঘোষণা করেছে।

এই ভাইরাস বাংলাদেশেও থাবা বসিয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। সুস্থ হয়েছেন এক হাজার ২১০ জন, আর মারা গেছেন ১৮২ জন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে