মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গ্রেড-১ এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের নিবিড় তত্বাবধানে মহামারি করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে কর্মহীন,নিম্নআয় ও অসহায় মানুষের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে গড়া সামাজিক সংগঠন ‘পাশে আছি আমরা’।
বুধবার সংগঠনটির পক্ষ থেকে চতুর্থবারের মতো কর্মহীন নিম্নআয় ও অসহায় মানুষদেরকে সহায়তা করা হয়। এ পর্যায়ে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন ও চরইসলামপুর ইউনিয়নের কর্মহীন ৩০৫ জন মানুষের মধ্যে জনপ্রতি ৫০০/-টাকা করে মোট ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
এই সহায়তা কর্মসূচি সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এড. তানভীর ভূঁইয়া, ‘পাশে আছি আমরা’র সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক ওসমান গনি সজীবসহ আরও অনেকে।