শনিবার নিলামে উঠছে মুশফিকের ‘হৃদয়ের কাছের স্মারক’

ক্রীড়া ডেস্ক

নিলামে উঠছে মুশফিকের ঐতিহাসিক ব্যাট

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। যে ব্যাটটি তিনি নিলামে বিক্রি করবেন সেই ব্যাট দিয়ে তিনি ২০১৩ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। আগামীকাল (শনিবার) রাত দশটায় ‘স্পোর্টস ফর লাইফ’ এর ফেসবুক পেইজে নিলাম করা হবে ব্যাটটির।

ব্যাটটি নিলামে ওঠার আগে ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি সেই ২০১৩ সালের শ্রীলংকা সফর-এর পর থেকেই তুলে রেখেছিলাম। ইতিহাসের সাক্ষী ব্যাটটি সত্যিই খুব স্পেশাল, আমার হৃদয়ের খুব কাছের স্মারক। আমার জন্য অন্য ধরণের এক অনুপ্রেরণা ও সাহস-এর উৎস এই ব্যাটটি। মনে হলো ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির এই ব্যাট হাতেই আমি আবার দাঁড়াতে পারি দেশের জন্য করোনার বিরুদ্ধে বিপর্যস্ত মানুষের পাশে। তাইতো ব্যাটটি নিলামে তুলছি।’

universel cardiac hospital

তিনি আরও লিখেছেন, ‘আশা করি সামর্থ্যবান যাদের ক্রিকেটের প্রতি প্যাশন আছে, তাদের জন্য সংগ্রহ রাখার মতো আকর্ষণীয় এক স্মারক হতে পারে এটি। পাশাপাশি, তাদের মানবসেবাও হবে। নিলাম থেকে যে অর্থ আসবে তার একটি অংশ দিব ব্র্যাক এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা বিপর্যস্ত কিছু পরিবারের পাশে দাঁড়াতে ও বাকি অংশ দিয়ে আমার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াব।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে