যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ৫৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

ছিনতাই
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড়ে ডাচ বাংলা ব্যাংকের ‘এজেন্ট ব্যাংক’ ব্যবসায়ী দুই ভাইকে পিটিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীরা যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন।

universel cardiac hospital

ছিনতাইয়ের শিকার দুই ভাইয়ের একজনের নাম সাইফুল ইসলাম সবুজ এবং অপরজনের নাম রফিকুল ইসলাম মুকুল। তাদের কাজলা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক আছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম মুকুল বলেন, তারা দুই ভাই মোটরসাইকেলে ব্যাংকের ৫৫ লাখ টাকা নিয়ে মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। তারা জনপদ মোড়ে পৌঁছালে তিন মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে মোটরসাইকেল ফেলে দিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের কাছে থাকা ৫৫ লাখ টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এসময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আহত দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে