চীন চেয়েছিল করোনা মহামারির সতর্কতা যেন দেরিতে আসে!

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ও চীন

করোনা মহামারির সতর্কতা দেরিতে জারি করার জন্য চীনের প্রেসিডেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য হাজির করেছে জার্মানির ডের স্পিগেল সাময়িকী।

জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিখ্যাত এই সাময়িকী বলেছে, চীনের প্রেসিডেন্ট বৈশ্বিক মহামারি সতর্কতা আরও দেরিতে জারি করার জন্য এবং মানুষ থেকে মানুষে করোনার সংক্রমণের বিষয়ে তথ্য প্রকাশ না করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আহ্বান জানিয়েছিলেন।

universel cardiac hospital

ওই গোয়েন্দা সংস্থার দাবি, ২১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই আলাপ করেন।

এদিকে বিস্ফোরক এমন তথ্য সামনে আসতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনের তথ্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে এক বিবৃতি দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে এখন পর্যন্ত চীনের তরফে কোনো বক্তব্য-বিবৃতি আসেনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে