অভিনেতা শফিক আনসারি আর নেই

বিনোদন প্রতিবেদক

অভিনেতা শফিক আনসারি

ইরফান খান ও ঋষি কাপুরের পর ক্যানসারের কাছে হেরে চির বিদায় নিলেন ভারতের আরও একজন তারকা অভিনেতা। তিনি শফিক আনসারি।

অপরাধ বিষয়ক টিভি অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’ যারা নিয়মিত দেখেন, তাদের কাছে এই অভিনেতার মুখটি খুবই পরিচিত। এই অনুষ্ঠানের বহু এপিসোডে তাকে আততায়ীর হাতে মরতে দেখা গেছে। এবার সত্যি সত্যি পাড়ি দিলেন পরপারে।

শফিক আনসারি দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় সম্প্রতি ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। রবিবার সেখানেই তার মৃত্যু হয়। এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)। ২০০৮ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি এই সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

‘ক্রাইম পেট্রোল’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পেলেও শফিক আনসারি কেরিয়ার শুরু করেছিলেন লেখক এবং পরিচালক হিসেবে। পরে তিনি অভিনয়ে যুক্ত হন। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের ‘ভগবান’ ছবিতে স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ করেছিলেন শফিক আনসারি। এছাড়া ‘দোস্ত’, ‘ইজ্জতদার’, ‘প্রতিজ্ঞা’, ‘দিল কা হারা’র মতো বেশ কিছু ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে