বিএসএমএমইউর চিঠি পেল গণস্বাস্থ্য

মত ও পথ প্রতিবেদক

বিএসএমএমইউ- গণস্বাস্থ্য

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনার নমুনা পরীক্ষার কিট কার্যকর কি না তা স্পষ্ট হওয়া যাবে শিগগির। কারণ কিট পরীক্ষা নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিলম্ব করছে এমন অভিযোগের একদিন পরই গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, তাদেরকে চিঠি দেয়া হয়েছে।

বিএসএমএমইউর অনুকূলে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য চার লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। সঙ্গে ২০০ কিট দেয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, বেলা দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছে। তিনি বলেন, ‘এটা সরকারি খরচ, এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারিনি, আগামীকাল জমা দেবো।’

জাফরুল্লাহ বলেন, ‘একই সঙ্গে বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০ কিট চেয়েছে। সেটাও আমরা আগামীকাল ১১টার মধ্যে আমরা পৌঁছে দেব।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে