স্বাস্থ্যের ডিজি করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে

মত ও পথ প্রতিবেদক

ডা. আবুল কালাম আজাদ
ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গত কয়েকদিন ধরেই তিনি বাসার বাইরে আসছেন না। একা একঘরে দিন কাটাচ্ছেন। পরিবারের এক সদস্যের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এই বিধি মানতে হচ্ছে তাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

তিনি বলেন, এখনো মহাপরিচালক মহোদয়ের নমুনা পরীক্ষা হয়নি। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি করোনায় আক্রান্ত কি-না। পরীক্ষার প্রক্রিয়া চলছে।

তবে আবুল কালাম আজাদের পরিবারের একজন সদস্য এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

নিয়ম অনুযায়ী কোনো পরিবারে একজন সদস্যের কোভিড-১৯ পজেটিভ হলে বাকিদের আইসোলেশনে রাখা হয়। লকডাউন করা হয় ওই বাসা।

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেখা গেলেও বেশ কয়েক সপ্তাহ ধরে তার কোনো দেখা নেই। তার পরিবর্তে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিং করছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে