মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদি

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেই ব্যাট ১৭ লাখ টাকায় কিনে নিলেন পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। আফ্রিদি এই ব্যাট তার ফাউন্ডেশনের জন্য কিনেছেন।

মুশফিক এই ব্যাট দিয়ে ২০১৩ সালে দেশেরে প্রথম ডাবল সেঞ্চুরি করেন। নিবকো, স্পোর্টস ফর লাইফ ও পিকাবো ডট কম এই নিলামের আয়োজন করে।

পিকাবোর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, ‘শুরুতে কিছু জটিলতা হলেও শেষ পর্যন্ত সঠিক ক্রেতা পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘আফ্রিদি ফাউন্ডেশন আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাদের আগ্রহের কথা জানিয়েছে। তারা আমাদের কাছে মেইল পাঠিয়েছে। ব্যাটটির জন্য তারা ২০ হাজার ডলার দিতে চেয়েছে।’

এর আগে ১৩ মে ৪০ লাখ টাকার নিলামের ডাক পায় মুশফিকের সেই ব্যাট। তবে সেটি ভুয়া হওয়ায় সেই নিলাম স্থগিত করে আয়োজকরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে