যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪৭ বাংলাদেশি ফিরছেন রোববার

মত ও পথ প্রতিবেদক

বিমান
ফাইল ছবি

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আটকেপড়া ২৪৭ বাংলাদেশি দেশে ফিরছেন রোববার। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ওয়াশিংটন সময় রাত ১১টায় ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের পাঠানো হবে। রোববার ভোর ৪টায় এটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা।

universel cardiac hospital

এতে আরও বলা হয়েছে, সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা থাকতে হবে। যেসব যাত্রী এখনও সেটি করেনি তাদেরকে পরীক্ষা করানোর জন্য সহায়তা করছে দূতাবাস।

ঢাকায় পৌঁছানোর পরে যাত্রীদের স্বাস্থ্য ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। যাত্রীদের একটি বড় অংশ ওইদেশে অধ্যায়নরত, পর্যটক, ব্যবসায়ী ও কিছু সরকারি ও বেসরকারি কর্মকর্তা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে