ডিএসসিসির দায়িত্বভার গ্রহণ করলেন ব্যারিস্টার তাপস

মত ও পথ প্রতিবেদক

শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার বেলা একটায় ডিএসসিসির নগর ভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। এর মধ্য দিয়ে মেয়র হিসেবে তাপসের পথচলা শুরু হলো।

universel cardiac hospital

তাপসের মিডিয়া সমন্বয়কারী সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, ফরিদউদ্দিন আহমেদ রতন এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।

এর আগে তিনি ঢাকা-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন। সাংসদ পদ থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ডিএসসিসির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

এদিকে গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকে জয়ী আতিকুল ইসলাম গত বুধবার দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনের মেয়াদ হবে পাঁচ বছর। নির্বাচন সম্পন্ন হওয়ার পর করপোরেশনের প্রথম বোর্ডসভা অনুষ্ঠানের দিন থেকে এ দায়িত্ব শুরু হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে