বিক্রি হওয়া সেই ব্রেসলেট মাশরাফির কাছেই থাকবে

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফির ব্রেসলেট
মাশরাফির ব্রেসলেট। ফাইল ছবি

করোনা মোকাবেলার জন্য নিজের ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি নিলামে বিক্রি করে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪২ লাখ টাকায় ব্রেসলেটটি কিনেছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। এর ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা।

তবে, বিক্রি করে দিলেও ব্রেসলেটটি মাশরাফির কাছেই থাকবে। কারণ, বিএলএফসিএ ব্রেসলেটটি কিনে আবার মাশরাফি বিন মর্তুজাকে গিফট করেছে। রবিবার রাতে নিলামের অনলাইন প্লাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’-এর লাইভ সেশনে বিক্রি হয় ব্রেসলেটটি।

universel cardiac hospital

বিএলএফসিএ এর পক্ষ থেকে লাইভে এসে মমিনুল ইসলাম বলেন, ‘আমরা ৪০ লাখ টাকা দিয়ে ব্রেসলেটটি কিনলাম। কিন্তু এর সঙ্গে আমরা আরো ৫ শতাংশ দেব। অর্থাৎ, আমরা মোট দেব ৪২ লাখ টাকা। তবে, আমরা ব্রেসলেটটি আবার মাশরাফিকে গিফট করলাম। আমাদের প্রিয় অধিনায়কের ব্রেসলেট তার কাছেই থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অনুষ্ঠান করে ব্রেসলেটটি মাশরাফির হাতে তুলে দেব।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে