করোনা : ভারতজুড়ে আতঙ্ক বাড়ছে, ফের রেকর্ড আক্রান্ত

কলকাতা প্রতিনিধি

ভারতে বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ
ছবি : ইন্টারনেট

করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনের হিসেবে দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৭৫০ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার সকালে এই তথ্য জানানো হয়।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি ঘটেছে ১৪০ জনের। মোট মৃত ৩ হাজার ৩০৩ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৮ জন। এতে সুস্থ হওয়ার হার ৩৯ দশমিক ৬২ শতাংশ।

দেশটিতে করোনা ঠেকাতে ইতোমধ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে লকডাউন বাড়ানো হলেও বিভিন্ন রাজ্যে তা শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করার পর দেশটিতে প্রতিনিয়ত রেকর্ড হারে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

ভারতের করোনা আক্রান্তের হিসেবে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের অবস্থান। রাজ্যটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের বেশি। মারা গেছে ১ হাজার ৩২৫ জন।

এর পরেই অবস্থান তামিল নাড়ুর। রাজ্যটিতে আক্রান্ত ১২ হাজার ৪৪৮ এবং মারা গেছে ৮৪ জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে গুজরাট ও দিল্লি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে