ব্রাজিলে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ২ লাখ ৭১

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে করোনায় মৃ্ত্যু
ব্রাজিলে করোনায় মৃ্ত্যু। ফাইল ছবি

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা মহামারী এখন দাপট দেখাচ্ছে। একদিনে সর্বোচ্চ এক হাজার ১৭৯ জন মারা গেছে দেশটিতে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এক হাজার ৫৫২ জন মারা গেছে, এর পরই আছে ব্রাজিলের মৃত্যুসংখ্যা। খবর বিবিসির।

universel cardiac hospital

সংক্রমণের দিক থেকেও ব্রাজিল এখন তৃতীয় স্থানে। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই আছে লাতিন আমেরিকার দেশটি। এ পর্যন্ত সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৫১৭ জন, মৃত্যু হয়েছে এক হাজার ৫৫২ জনেরও বেশি লোকের। এ পর্যন্ত মারা গেছে ১৭ হাজার ৯৮৩ জন।

বিশেষজ্ঞদের দাবি, করোনা সংক্রমণ দিন দিন বাড়লেও এখনও কার্যত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট।

করোনাকে গুরুত্ব দেয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বলসোনারো। তবে নিজে নিয়ম কানুনের তোয়াক্কা করছেন না।

জনসম্মুখে যাচ্ছেন, সেলফি তুলছেন। এ নিয়ে তার কড়া সমালোচনা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে