আম্ফানে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আম্ফানে ক্ষয়ক্ষতি
ফাইল ছবি

সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে দেশের বিভিন্ন খাতে এক হাজার ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

universel cardiac hospital

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে। প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ক্ষতির প্রাথমিক হিসাব আমরা পেয়েছি। অন্য যেসব মন্ত্রণালয় আছে, তারাও রিপোর্ট দিয়েছেন, তেমন কোনো ক্ষয়ক্ষতির বিবরণ তারা দেয়নি। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয়সহ ২৬ জেলায় ক্ষতি হয়েছে। তবে, সারাদেশে মোট ক্ষতির তথ্য জানতে অন্তত সাত দিন সময় লাগবে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বাঁধ ও বাড়িঘরের জন্য টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ঝড়ে সারাদেশে ১০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। যদিও স্থানীয় সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে এই সংখ্যাটি আরও বেশি।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে