করোনা কেড়ে নিল অতিরিক্ত সচিবের প্রাণ

মত ও পথ প্রতিবেদক

অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে সরকারের অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেলের বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তৌফিকুল আলম আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে মারা গেছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলমের মারা যাওয়ার বিষয়টি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্সও জানিয়েছেন।

জানা গেছে, প্রয়াত তৌফিকুল আলম সর্বশেষ তথ্য কমিশনের সচিব ছিলেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি পিআরএলে যান। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তৌফিকুল আলমের মৃতুতে শোক প্রকাশ করেছে। তিনি বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) কর্মকর্তাকে ছিলেন।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া মাঠ প্রশাসনের বেশ কিছুসংখ্যক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে