ফেরি চালু হতেই নদীপাড়ে হাজারো মানুষ

রাজবাড়ী প্রতিনিধি

ফেরিঘাটে হাজারো মানুষ
ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ হয়ে যাওয়া ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ রুটে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে ১৮ মে করোনা সংক্রমণ এড়াতে ঘরমু‌খো যাত্রীদের চাপ ঠেকাতে বিআইড‌ব্লিউটিসি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ করে দেয়।

universel cardiac hospital

এদি‌কে রাত থে‌কে ফে‌রি চলাচল শুরু হওয়ায় হাজার হাজার যাত্রী ও পণ্যবা‌হী ট্রাক নদী পার হচ্ছে। ত‌বে সকালের পর থেকে যাত্রী ও‌ যানবাহ‌নের চাপ ক‌মে যায়। ধারণা করা হ‌চ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়‌বে।

‌বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি মত ও পথকে জানান, কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে রাত থে‌কে এরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ঘা‌টে যে চাপ ছিল তা সকা‌লের আগেই ক‌মে গে‌ছে। বর্তমানে এ রু‌টে ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে