সামাজিক দূরত্ব মেনে ঈদ পালনের আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

পবিত্র রমজান মাসের আজ শেষ দিন। আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। এ ঈদুল ফিতরের জামাতে তিন ফুট সামাজিক দূরত্ব মেনে চলা এবং কোলাকুলি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আজ রোববার এ অনুরোধ জানান।

নাসিমা সুলতানা বলেন, ‘এবার ভিন্ন পরিস্থিতিতে অদৃশ্য এক শত্রু করোনাভাইরাসের যুদ্ধ থেকে মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করছে এবং করবে। এরই মধ্যে দেখেছি, অনেকে শহর ছেড়ে গ্রামে গেছেন, এখনো যাচ্ছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

নাসিমা আরো বলেন, ‘নিজে সুরক্ষিত থাকবেন, এবং আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখবেন। সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। কমপক্ষে তিন ফুট সামাজিক দূরুত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন। সব মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদে কোলাকুলি থেকে বিরত থাকবেন, শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দের কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হয়। অবশ্যই শিশুসহ প্রত্যেকে নিয়ম অনুযায়ী মাস্ক ব্যবহার করবেন।’

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৪৮০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো এক হাজার ৫৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৩৩ হাজার ৬১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নাসিমা অনলাইন বুলেটিনে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন, যা মোট শনাক্তের মধ্যে ১ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আট হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯ হাজার ১৮৪ জনের। এর মধ্য থেকে এক হাজার ৫৩২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’

নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ছয় হাজার ৯০১ জন, যা শনাক্ত বিবেচনায় ২০ দশমিক ৫৩ ভাগ।’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এখন পর্যন্ত দেশে ৩৩ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া আজ পর্যন্ত মোট দুই লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে