শনিবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ভারতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী দিল্লির শাহি জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি এ ঘোষণা দিয়েছেন।
ঈদের দিনও সবাইকে সাবধানতা অবলম্বন ও সামাজিক দূরত্ব-বিধি মেনে চলার আহ্বান জানিয়ে ইমাম বুখারি বলেন, ‘হাত মেলানো বা একে অপরকে জড়িয়ে ধরা এড়িয়ে চলুন। সরকারের নির্দেশিকা মেনে চলা উচিত আমাদের।’ খবর ইন্ডিয়ান্ এক্সপ্রেসের
সাধারণভাবে দুই ঈদের উৎসব মুসলমানদের আনন্দের দিন। এ দিন মুসলমানরা সামাজিক মেলামেশার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে সম্পর্ককে ঝালাই করে নেন। তবে এ বছর করোনাভাইরাস মহামারি জনিত লকডাউনের কারণে জারি হয়েছে একাধিক সামাজিক বিধিনিষেধ। ফলে ২০২০ সালে ঈদের চিত্রটাও স্বভাবতই আলাদা।