করোনা কেড়ে নিল সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

নিলুফার মঞ্জুর

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

আজ মঙ্গলবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী প্রয়াত ড. মফিজ আলী চৌধুরীর মেয়ে নিলুফার মঞ্জুর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনায় আক্রান্ত। তবে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে পবিরার পক্ষ থেকে জানানো হয়েছে।

সানবিমস স্কুলের ধানমন্ডি শাখার কর্মকর্তা হাসিনা বলেছেন, ভোররাত তিনটার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। তার করোনা পজেটিভ ছিল।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন।

এদিকে নিলুফার মঞ্জুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার মাগফেরাত কামনা করেন।

নিলুফার মঞ্জুরকে কখন ও কোথায় দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে এখনো সে বিষয়ে কিছু জানা যায়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে