করোনা ও ভণ্ডনেতা ।। মোহাম্মদ সজিবুল হুদা

সাহিত্য ডেস্ক

মোহাম্মদ সজিবুল হুদা
মোহাম্মদ সজিবুল হুদা। ফাইল ছবি

ঘাতকের থাবায় গোটা ধরিত্রী যেন মৃত্যুপুরী,
স্বাভাবিক জীবন নেই, খাবারের যোগান নেই,
সংসারসুখ কেড়ে নিল করোনানামী সর্বগ্রাসী!

কচি কচি সোনামুখ, অনাহার-অর্ধাহারে ধুঁকছে,
চুলায় আগুন দিয়ে, সলিমের ঘরনী পাকঘরে কাঁদছে।
কোয়ারেন্টাইন, লকডাউন, আইসোলিউসিন,
শিল্প-বাণিজ্যে ঢেলেছে অগ্নি ও কেরোসিন।

universel cardiac hospital

ফাঁকা বুলি আউড়াচ্ছে কোনো কোনো জনপ্রতিনিধি,
দুর্যোগ-ক্রাইসিসেও থেমে নেই সস্তা রাজনীতি।
দশ টাকার ত্রাণে হচ্ছে কোটি টাকার বিজ্ঞাপন!
যেন করোনা নিয়ে এলো ভণ্ডনেতার বাম্পার ফলন!!

লেখক, কবি ও সাংবাদিক

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে