চলে গেলেন সাঈদ খান: ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর শোক

মোহাম্মদ সজিবুল হুদা

সাঈদ খান

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সদস্য বেগম নূরুন নাহার ওসমানী’র স্বামী বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. সাঈদ খান গতকাল বিকেল সাড়ে ৪টায় ঢাকার ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ইন্ততেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ শুক্রবার জুম্মার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতান ইউনিয়নের শাহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

universel cardiac hospital

বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. সাঈদ খানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক) মোঃ খলিলুর রহমান।

জেলা সমিতির পক্ষে পাঠানো শোকবার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে