পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা

মত ও পথ প্রতিবেদক

এসএসসির ফল প্রকাশ
ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে গতবারের মতো এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।

রোববার সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

universel cardiac hospital

ফলাফলে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

এর মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।

গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি ছিল।

এ বছর অনুত্তীর্ণ শিক্ষার্থীর হারে এগিয়ে ছাত্ররা। এক লাখ ৮৭ হাজার ৫৯৮ জন ছাত্র এবং এক লাখ ৬১ হাজার ৯০৭ জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।

তবে পরীক্ষার্থীয় অংশগ্রহণের সংখ্যায় এগিয়ে ছিল ছেলেরা। ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র এবং ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে